গত পরশুদিন স্থগিত করা হলো এবছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক অষ্ট্রেলিয়াই নাকি এই করোনাতে আয়োজন করতে চায়নি বিশ্বকাপ এই কারণেই আইসিসির বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত। তবে ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে ভারতের অপরাগতার কারণেই বিশ্বকাপ স্থগিত করতে বাধ্য হয়েছে ক্রিকেট অষ্ট্রেলিয়া। কেননা ভারত সেসময় আইপিএল আয়োজন করতে চায়। তবে সেটা যাই হোক না কেন ভারতের কিন্তু বিশ্বকাপ পরবর্তী সময়ে অষ্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ খেলতে আপত্তি নেই। কেননা সেসময় বর্ডার-গাভাস্কার টেস্ট টুর্নামেন্ট রয়েছে। ভারতের অষ্ট্রেলিয়াতে সিরিজ খেলতে আপত্তি না থাকলেও একটি বিষয়ে অবশ্য ঠিকই আপত্তি রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। ভারত সেখানে সিরিজ খেলতে গেলেও ভারতকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। এটি বাধ্যতামূলক থাকতে হবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এটি মানতে নারাজ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি বলেছেন, ” আমার দলের ছেলেরা ১৪ দিনের এই কোয়ারেন্টাইনে থাকলে ওরা হতাশাগ্রস্থ হয়ে যেতে পারে। তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করবো যেন তারা এই কোয়ারেন্টাইনের সময়টা যেন একটু কমিয়ে আনে।” তবে সৌরভ গাঙ্গুলির এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিইও হকলি। তিনি একটি বিষয় জানিয়ে দিয়েছেন যে, খেলোয়াড়দের এই কোয়ারেন্টাইন মানা বাধ্যতামূলক। তিনি আরো বলেছেন, ” খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে। আর কমিয়ে আনার প্রশ্ন আসে না। আর হতাশার যে বিষয়ে কথা উঠেছে সেখানে একটি কথা বলবো তা হলো আমরা এই বিষয়টিকে বিবেচনা করেছি। একজন ক্রিকেটার যেন হতাশায় না ভুগে তার জন্য এই কোয়ারেন্টাইন সময়ে তারা অনুশীলন করতে পারেন এবং জিমে যেতে পারেন এ দিকটাও লক্ষ্য রাখবো।” দীর্ঘ ১১৭ দিন পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। আর ইংল্যান্ডে খেলতে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকেও এই ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হয়েছিলো।