শনিবার , এপ্রিল 1 2023
Home / বাংলাদেশ ফুটবল / ফুটবলার বাধন এর মায়ের চিকিৎসার জন্য সাহায্য করলো বসুন্ধরা কিংস

ফুটবলার বাধন এর মায়ের চিকিৎসার জন্য সাহায্য করলো বসুন্ধরা কিংস

মারাত্মক কিডনী রোগে আক্রান্ত ফুটবলার বাধন এর মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করলেন বসুন্ধরা কিংস সভাপতি জনাব ইমরুল হাসান। আজ সকালে বাধনকে নিজ অফিসে ডেকে নিয়ে বাধনের মায়ের চিৎিসার জন্য আর্থিক সাহায্যের মাধ্যমে একজন ফুটবল খেলোয়াড়ের মায়ের পাশে দাড়ালেন ইমরুল হাসান ও বসুন্ধরা কিংস। আর্থিক সাহায্য পাওয়া বাধন তাঁর মায়ের চিকিৎসার জন্য সাহায্য পাওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য ফুটবলার বাধনের মায়ের দুটি কিডনী বিকল হয়ে বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন। বাধনের মায়ের চিবিৎসার জন্য আরও বিপুল পরিমান টাকার দরকার। এজন্য তিনি সমাজের বিত্তবান সামর্থ্যবানদের সাহায্য সহযোগিতা কামনা করছেন।

About adminhabib

Check Also

আবার জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু

ইকবাল হাসান: ঈদের ছুটি কাটিয়ে আবারো বিশ্বকাপ বাছাই পর্বেরমাচকে সামনে রেখে ক্যাম্পে ফিরেছে ফুটবলাররা। গত …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।