দীর্ঘ চার মাস পর ক্রিকেট ফিরলেও বাংলাদেশে কবে ক্রিকেট ফিরবে তা এখনো নিশ্চিত নয়। এছাড়া এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আয়ারল্যান্ড, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সিরিজ স্থগিত হয় বাংলাদেশের। তবে এবার এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হবার জন্য বিসিবি এখন স্থগিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজের দিকে বেশি নজর দিচ্ছে। স্থগিত সিরিজগুলো পূর্ণনির্ধারণ করতে আলোচনা করছে বিসিবি। সেই আলোচনার অংশ হিসেবে শ্রীলঙ্কার সাথে আলোচনা করছে বিসিবি। দেশের পরিস্থিতি এখনো খেলা শুরু করার মতো অনুকূলে নেই। তাই বিসিবি এখনো দেশের মাটিতে খেলা ফেরানোর পক্ষে নয়। তাই বিদেশের মাটিতে সফর করতে আগ্রহী বিসিবি। শ্রীলঙ্কার সাথে স্থগিত হওয়া সিরিজটি পুননির্ধারণের জন্য শ্রীলঙ্কার সাথে আলোচনায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ” এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্রিকেটে কিভাবে ফেরা যায়। আমাদের লক্ষ্য হচ্ছে যে, যে দ্বিপাক্ষিক সিরিজগুলো স্থগিত হয়েছে তার পুনরায় নির্ধারণ করা। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খেলার অনুকূলে নয় তাই আমরা দেশের বাইরে খেলা যায় কিনা সেটিই দেখছি।” তিনি আরো বলেন, ” এই মুহূর্তে আমরা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কা সফর চূড়ান্ত করা যায় কিনা। যদি শ্রীলঙ্কা সফর আয়োজন করা সম্ভব হয় তবে আমরা দ্রুত ক্রিকেটে ফিরতে পারবো। আমরা আয়ারল্যান্ডের সাথেও কথা বলছি। আয়ারল্যান্ডের আবহাওয়া যদি অনুকূলে থাকে তবে আমরা আয়ারল্যান্ডেও যেতে পারি।” তবে বিসিবি যে শুধু আন্তর্জাতিক ক্রিকেটে দলকে ফেরানোর চেষ্টা করছে তার নয়। বরং ঘরোয়া ক্রিকেটকেও ফেরানোর চেষ্টা করছে বিসিবি। স্থগিত হয়ে যাওয়া ঘরোয়া মৌসুম আবারো শুরু করতে পরিকল্পনা করছে বিসিবি ও সিসিডিএম। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ” আমরা যতদ্রুত সম্ভব ঘরো ক্রিকেট ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার আগে স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে ফেরানো হবে এবং পরে যদি সম্ভব হয় তবে বিপিএল মাঠে ফেরানোর চেষ্টা করা হবে।”
Check Also
১৭ টিরও বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে আইসিসির ইভেন্ট আয়োজনে
ইকবাল হাসান: আইসিসির ইভেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়াসহ মোট ১৭টি দেশ আগামী ৮ …