জাকির মামুনঃ করোনাযুদ্ধে লড়াই করে ফিরে এসেও স্বস্তিতে নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা ৷সস্ত্রীক, ভাইসহ করোনা থেকে মুক্তি মিললেও এবার এবার আক্রান্ত হয়েছেন মাশরাফির পিতামাতা৷ মাশরাফির পিতা মাতা ছাড়াও তার ছোট ভাই মুরসালিন মোর্ত্তজার স্ত্রী ও তার মামী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে৷ আর বিষয়টি একটি ক্রিকেট অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাশরাফির মা হামিদা মোর্ত্তজা নিজেই৷ তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে করোনা পজিটিভ হবার খবর পেয়েছি। আমরা সবাই একসঙ্গেই নমুনা দিয়েছিলাম। এখনও সবাই ভালো আছি, তেমন কোনো উপসর্গ নেই। আমরা সবাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।’ উল্লেখ্য ,করোনাসংকটকালীন সময়ে মাশরাফির কার্যক্রম সর্বত্রে প্রশংসা কুড়িয়েছে৷ স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছে৷ স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে জীবানুনাশক বুথ বসিয়েছেন ৷ এছাড়াও সবাই নির্বিঘ্নে যাতে স্বাস্থ্যসেবা পায় সেজন্য অনলাইন স্বাস্থ্যসেবা চালু করেন তিনি ৷ ফোন কলের মাধ্যমে ডাক্তার পৌঁছে যায় রোগীর দরজায়৷ জরুরী প্রয়োজনে এম্বুলেন্স সেবা ও তিনি চালু করেন৷
Check Also
বাংলাদেশের শহিদুল ইসলাম রতনের নামে ওভাল ক্রিকেট গ্রাউন্ড
ইকবাল হাসান: ইংল্যান্ডে লকডাউন চলাকালীন শিশুদের সক্রিয় থাকতে সাহায্য করায় শহীদুল আলম রতনের নামে নামকরণ …