মারাত্মক কিডনী রোগে আক্রান্ত ফুটবলার বাধন এর মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করলেন বসুন্ধরা কিংস সভাপতি জনাব ইমরুল হাসান। আজ সকালে বাধনকে নিজ অফিসে ডেকে নিয়ে বাধনের মায়ের চিৎিসার জন্য আর্থিক সাহায্যের মাধ্যমে একজন ফুটবল খেলোয়াড়ের মায়ের পাশে দাড়ালেন ইমরুল হাসান ও বসুন্ধরা কিংস। আর্থিক সাহায্য পাওয়া বাধন তাঁর মায়ের চিকিৎসার জন্য সাহায্য পাওয়ায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য ফুটবলার বাধনের মায়ের দুটি কিডনী বিকল হয়ে বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন। বাধনের মায়ের চিবিৎসার জন্য আরও বিপুল পরিমান টাকার দরকার। এজন্য তিনি সমাজের বিত্তবান সামর্থ্যবানদের সাহায্য সহযোগিতা কামনা করছেন।
Check Also
বাংলাদেশ চ্যাম্পিয়ন লীগের নতুন সূচি
ইকবাল হাসান: বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২০-২১ এর বাকি ম্যাচগুলোর খেলার সময়সূচি নতুন করে নির্ধারণ করা …