জাকির মামুনঃ শংকা কেটে গেছে, ফাইনালে থাকছেন নেইমার৷ করোনাকালীন সময়ে ফুটবলারদের স্বাস্থ্যবিধি নিশ্চিৎ করতে উয়েফা ডিসিপ্লিনারি কমিটি কিছু অতিরিক্ত নিয়ম-কানুন সংযোজন করেছে৷ তন্মধ্যে একটি আইন হলো এক প্লেয়ারের সাথে অন্য প্লেয়ার জার্সি বদল করতে পারবেনা, যদিও ফুটবলে এটা সাধারণ বিষয় এবং এটা ফুটবলারদের মধ্যে সম্পর্কও বৃদ্ধি করে৷
গত মঙ্গলবার রাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত
চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠার রেকর্ড করেন পিএসজি৷ সেমিফাইনালে লিপজিগকে ৩-০ গোলে হারান নেইমার-এমবাপ্পেরা৷
ফাইনালে উঠেও অনেকটা অস্বস্তি পড়েন তারা৷ কেনোনা সেমিতে নিয়মভঙ্গ করে জার্সি বদল করেন দলের অন্যতম প্লেয়ার নেইমার৷লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলের কারনে ফাইনাল ম্যাচের আগে নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা ছিলো৷ আর নিষেধাজ্ঞা পেলেই নেইমারকে থাকতে হতো ১২ দিনের আইসোলেশনে৷ তাতেই ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হতো দলের এই প্রাণভোমরার৷
তবে এই অনিশ্চয়তার ঘোর কেটে গেছে৷
বিষয়টি ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান নিশ্চিত করেছে৷
দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের জার্সি বদলের বিষয়টি নিয়ে আর তদন্তে যাচ্ছে না ইউরোপিয়ান ফুটবল সংস্থা- উয়েফার ডিসিপ্লিনারি কমিটি। তাই ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে নিশ্চিতভাবেই খেলতে পারবেন পিএসজির অন্যতম এই প্লেয়ার৷
বায়ার্ন মিউনিখকে হারাতে পারলে প্রথমবারের মত শিরোপা জয় করে ইতিহাস সৃষ্টি করার সুযোগ রয়েছে পিএসজির৷ যদিও বিষয়টি অতটা সহজ হবেনা৷