
ফুটবল মাঠের নৈপূণ্য দিয়ে তিনি কখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারেননি। সুন্দরবনের সাথে এখানকার মানুষের যতটুকু সখ্যতা, ফুটবলও ঠিক ততটুকুই জনপ্রিয়। গ্রামের মাঠে ফুটবল খেলেই একসময় দিন কাটতো রানার মতো তরুণদের। কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে অলিগলিতে সেই ফুটবল যেনো থেমে যায়। ফুটবলপ্রেমী তরুণরাও যেনো ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে। তার মধ্যে আবার হিংস্র হায়েনার মতো মাদকের ভয়াল থাবা পড়ে কিছু কিছু তরুণের উপর। এই তরুণদেরকেই মাদকের ভয়ঙ্কর ছোবল আর মাত্রাতিরিক্ত ইন্টারনেট আসক্তি থেকে
শ্যামনগর ফুটবল একাডেমী, সাতক্ষীরা এর চেয়ারম্যান, বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শেখ আলমগীর কবির রানা নেতৃত্বে একাডেমীর সকল কর্মকর্তা ও খেলোয়াড়দের সমন্বয়ে
শ্যামনগর ফুটবল একাডেমীর নির্মানধীন কাজ উদ্বোধন করা হয়েছে ।।
বাঁচাতেই প্রতিষ্ঠিত হয় ”শ্যামনগর ফুটবল একাডেমী”। মাঠে দারুণ খেলেও যিনি কখনো নায়ক বনে যেতে পারেননি, সেই রানাই এই একাডেমী প্রতিষ্ঠার নায়ক।