গাজী নাসিফুল হাসান: একে একে সবাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবাই অনুশীলনে ফিরতে শুরু করেছে। এবার ফিরলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান লিটন কুমার দাস। বিসিবির রোস্টারে আগেই জানানো হয়েছিলো যে ২৫শে আগষ্ট থেকে অনুশীলনে ফিরবেন লিটন। সেই কথা অনুযায়ী আজ মঙ্গলবার অনুশীলনে ফিরলেন বাংলাদেশ দলের এই হার্ড হিটিং উইকেট রক্ষক ব্যাটসম্যান।
বাংলাদেশ দলের তিণ ফরম্যাটের তিণ অধিনায়ক তামিম ইকবাল, মমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়া মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন অনুশীলনে যোগ দিয়েছেন। এবার এ তালিকায় যুক্ত হলো লিটন কুমার দাসের নাম।
রানিং, জিমের পাশাপাশি নিজের ব্যাটিং অনুশীলনটাও ঝালিয়ে নিয়েছেন লিটন।
জাতীয় দলের প্র্যাকটিস শুরু হতে আরো অনেক সময় বাকি রয়েছে। শ্রীলঙ্কা যাবার সপ্তাহ খানেক আগে অনুশীলন শুরু হবে। তবে ব্যক্তিগতভাবে ধীরে ধীরে সকলেই অনুশীলনে ফিরতে শুরু করেছে।
বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ যাদের উপর দাঁড়িয়ে রয়েছে তাদের মূল অংশের প্রায় সকলেই অনুশীলনে ফিরতে শুরু করেছে।