গাজী নাসিফুল হাসান: করোনা ভাইরাসের কারণে আইপিএল এবার সঠিক সময়ে মাঠে গড়ায় নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ১৯শে সেপ্টেম্বর থেকে নতুন তারিখে শুরু হবার কথা আইপিএলের ১৩ তম আসর। তবে সব ঠিকঠাক থাকলেও এবার নতুন করে শঙ্কায় পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লীগ আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে করোনা সংক্রমণ বেড়ে যাবার কারণে বিসিসিআই দুশ্চিন্তায় পড়ে গিয়েছে আইপিএল আয়োজন নিয়ে।
ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি অনেক খারাপ। তাই বিসিসিআই এবার নিজ দেশে আইপিএল আয়োজন না করে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই কয়দিন আরব আমিরাতে করোনা পরিস্থিতি ঠিক থাকলেও এখন হঠাৎ করেই মরুর দেশে করোনা সংক্রমণ বেড়ে চলছে। তাই নতুন করে আইপিএল কর্তাদের মনে শঙ্কা বেঁধেছে। আর এই করোনা ভাইরাস পরিস্থিতি বৃদ্ধির জন্য আইপিএল গভর্নিং কাউন্সিল এই আসরের পূর্ণাঙ্গ সূচি তৈরি হয়নি। তবে আইপিএল কর্তৃপক্ষ আগে বলেছিলো ২০ আগষ্টের মধ্যে চূড়ান্ত হবে আইপিএলের সূচি। তাই এই আইপিএল মাঠে গড়ানোর নিয়ে শঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে।