গাজী নাসিফুল হাসান: আইপিএল শুরু করা নিয়ে বরাবরই ছিলো বিসিসিআই এর তাড়া। তবে আইপিএলে এবার সকল নিয়ম কানুন মেনেই আয়োজন করার কথা ছিলো। কেননা এবার করোনার ভয় তো রয়েছেই। তবে আজ হঠাৎ করেই আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস জানায় তারা তাদের দলের আইসোলেশন সময় বাড়িয়েছে। কিন্তু কারণ বলেনি। তবে জানা গিয়েছে চেন্নাই সুপার কিংস দলের কমপক্ষে ১০ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ভারতীয় বিশ্বস্ত গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী চেন্নাই সুপার কিংসের যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজন রয়েছে যে ভারতীয় ক্রিকেটার। তবে তার নাম জানা যায়নি এখনো।
ভারতীয় শক্তিশালী বিশ্বস্ত গণমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি চেন্নাই সুপার কিংসের মোট ১৩ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে ১জন ভারতীয় ক্রিকেটার ও ১২ জন সাপোর্টিং স্টাফ ও কর্মকর্তা। পত্রিকার তথ্য অনুযায়ী আক্রান্ত সকলেই সুস্থ ও স্বাভাবিক রয়েছে। দুবাইয়ে আইসোলেশনে রয়েছে।
অনেক পরীক্ষা নিরীক্ষার পর দলের খেলোয়াড়দের মাঠে নামার অনুমতি দেয়া হবে বলে জানিয়েছিলো চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। আর সেই অনুযায়ী নিয়মমাফিক পরীক্ষায় অবাক করে দেয়। অবশ্যই চেন্নাই সুপার কিংসের এতজন করোনা আক্রান্ত আইপিএলকেও শঙ্কায় ফেলতে পারে।