গাজী নাসিফুল হাসান: ক্রিকেট খেলতে গিয়ে কাঁচ ভাঙ্গা এটি কোনো নতুন রীতি না। ক্রিকেট খেলতে গিয়ে জানালার কাচ ভাঙ্গা কিংবা গাড়ির কাঁচ ভাঙ্গা একটি স্বাভাবিক ব্যাপার। ক্রিকেট মাঠেও এরকম ঘটনা অহরহ ঘটে থাকে। তবে ছক্কা মেরে কোনো ক্রিকেটারের নিজের গাড়ির কাঁচ ভাঙ্গার কথা শুনেছেন? না এটি একটি বিরল ঘটনাই বলা চলে। ঘটনাটি ঘটিয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যান কেভিন ওব্রায়েন।
আপনি হয়তো ভাবছেন এত কিছু থাকতে নিজের গাড়ির কাঁচ পেলেন। এমনটাই ভাবছেন স্বয়ং কেভিন ওব্রায়েন নিজেও।
ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ইন্টার প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স বনাম লেন্সটার লাইটিং এর ম্যাচে। সেই ম্যাচে ৩৭ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন কেভিন ওব্রায়েন। এই ঝড়ো ইনিংসে তিনি ৩টি চারের সাথে ৮টি ছক্কা হাকান।
আর এর মধ্যেই একটি ছক্কায় তার গাড়ির পেছনের কাচে গিয়ে আঘাত লাগে যেটি ছিলো মাঠের পেছনে গাড়ি পার্কিং এর স্থলে। এই বিষয় নিয়ে মজা করে টুইট করে ক্রিকেট আয়ারল্যান্ড।