রাতে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান৷
zakirmamun
আগস্ট 28, 2020
Uncategorized
215 Views
জাকির মামুনঃ আজ রাতে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। টেস্ট সিরিজ হারার পর অনেকটাই চাপে আছে পাকিস্তান৷ তবে টি-টুয়েন্টি সিরিজ জিতে তার দুঃখটা মুছতে চায় টিম পাকিস্তান৷ সেজন্য প্রস্তুতির কমতি রাখেনি বাবর আজমের দল৷
আজ রাত ঠিক বাংলাদেশ সময় ১১.০০ টায় মুখোমুখি হচ্ছে দুই দল৷
স্বাগতিক বলে ইংল্যান্ড কিছুটা সুযোগসুবিধা পেলেও সহসা ছাড় দিচ্ছেনা পাকিস্তান৷ তবে ওপেনার জেসন রয়কে পাচ্ছেনা স্বাগতিক ইংল্যান্ড৷তবুও আত্মবিশ্বাসের ঘাটতি নেই ইংল্যান্ড শিবিরে৷
খেলাটি সনি সিক্সে সরাসরি সম্প্রচার করবে৷