গাজী নাসিফুল হাসান: আইপিএলকে কিছুটা শঙ্কার মধ্যেই ফেলে দিয়েছিলো আইপিএলের অন্যতম জনপ্রিয় ও সফল দল চেন্নাই সুপার কিংস। গত ২৮শে আগষ্ট চেন্নাই সুপার কিংসের ২জন খেলোয়াড় ও ১১ জন সাপোর্টিং স্টাফসহ মোট ১৩ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়। এরপর থেকেই শুরু হয় আইপিএল নির্দিষ্ট সময়ে শুরু হওয়া নিয়ে শঙ্কা। এমনকি আইপিএল নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে এবার জানা গেলো নতুন করে করোনা ভাইরাস পরীক্ষার পর চেন্নাই সুপার কিংসের সকল সদস্য করোনা নেগেটিভ হয়েছেন।
আজ মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর ) চেন্নাই সুপার কিংসের সকল খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে দেখা যায় যে কারোর করোনা পজিটিভ আসেনি। এতে করে শঙ্কার যে কালো মেঘ তৈরি হয়েছিলো তা দূর হয়ে গিয়েছে।
তবে করোনা ভাইরাসের নেগেটিভ একবার এলেও রেহাই মিলবে আরো একবার নেগেটিভ আসতে হবে। আগামীকাল আবার করোনা পরীক্ষা করা হবে। সেখানে সবার নেগেটিভ এলে দলটিকে করোনা মুক্ত ঘোষণা করা হবে।
এই করোনা ভাইরাস দলে আক্রমণ করায় বিপাকেই পড়েছিলো চেন্নাই সুপার কিংস। হরভজন সিং এর মতো খেলোয়াড় দলের সাথে যোগ দিতে চাচ্ছিলেন না।