আ
গাজী নাসিফুল হাসান: টি-টোয়েন্টি ক্রিকেটে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রতিটি দেশ এখন থেকে নিজ নিজ দেশে এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে। এবার সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ ( এলপিএল )। এবার নতুন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এলপিএলের সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ( এসএলসি )। আজ বুধবার ( ২ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলপিএলের সূচি ও ভেণ্যু চূড়ান্তের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসএলসি।
আগামী নভেম্বর মাসে শুরু হবে এলপিএল যা শেষ হবে ডিসেম্বরে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। উক্ত টুর্নামেন্টটি পরিচালনার জন্য এসএলসির সাথে চুক্তি করেছে ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ।
এসএলসি জানিয়েছে এলপিএলে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৩টি আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে এলপিএল। ভেণ্যুগুলো হলো যথাক্রমে: পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মাহিন্দারাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রানগিরি ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম।
টুর্ণামেন্টটিতে অংশ নেবে মোট ৫টি দল। দলগুলো হলো যথাক্রমে: কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা। এছাড়া পাকিস্তানের একটি দলের অংশ নেবার কথা থাকলেও এসএলসি এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি।
লিগটিতে বিশ্বের সবচেয়ে স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের দেখা যেতে পারে। বাংলাদেশ থেকে সাকিব আল হাসানকেও দেখা যাবার সম্ভাবনা প্রবল।