বৃহস্পতিবার , জুন 1 2023
Home / Slide1 / করোনায় আক্রান্ত হয়েছেন নেইমার

করোনায় আক্রান্ত হয়েছেন নেইমার

গাজী নাসিফুল হাসান: এই তো কিছুদিন আগেই নেইমারের কান্না করার ছবি দেখে কেঁদেছিলো নেইমার ও অনেক ফুটবল ভক্তরা। তার ক্লাবের ও নিজের স্বপ্নের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেননি। তবে হেরে গিয়ে কি বসে থাকলে হবে? পরের মৌসুমের প্রস্তুতিও তো শুরু করতে হবে। আর হাতে তো খুব বেশি সময় নেই।

তবে কষ্ট পুষে রাখলে কি হবে? তবে একে ছিলো চ্যাম্পিয়নস লিগ হারের কষ্ট ও নতুন মৌসুমের আগে চাঙ্গা হবার মিশন। আর তাই তো কয়েকদিন আগে নেইমারের দুই সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া ও পারদেসের সাথে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সোমবার ডি মারিয়া ও পারদেসের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যেহেতু নেইমার তাদের সঙ্গে ছিলেন তাই নেইমারকে নিয়েও শঙ্কা ছিলো। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে। আজ বুধবার ( ২ সেপ্টেম্বর ) ফ্রান্সের পত্রিকা এল ইকুয়েপে নেইমারের করোনা পজিটিভ এর খবর জানায়।

নেইমার, ডি মারিয়া, পারদেস ছাড়াও ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন এররেরো, ইকার্দি, নাভাস। তারাও যেহেতু ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তাই তাদের করোনা পজিটিভ আসার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

About Md Shahadat Hossain

Check Also

আইসিসির পথে হাটার গুঞ্জন ফিফার

ইকবাল হাসান: আইসিসিকেই অনুসরণ করতে যাচ্ছে ফিফা। অর্থাৎ আইসিসি যেমন ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ প্ টি-২০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।