গাজী নাসিফুল হাসান: করোনার ভয়াল থাবা যেন বেশ ভালোভাবেই পড়েছে ফরাসি জায়ান্ট পিএসজির ওপর। এখন পর্যন্ত মোট ৮ জন পিএসজি ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে সর্বশেষ আক্রান্ত হয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ২০১৯-২০ মৌসুমের পর সময়টা যেন কাল হয়ে দাঁড়িয়েছে পিএসজির খেলোয়াড়দের জন্য। তবে এমবাপ্পে ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তা নয় বরং উয়েফা ন্যাশনস লীগের খেলার জন্য ফ্রান্সে যোগ দেবার পর করোনায় আক্রান্ত হয়েছেন এমবাপ্পে। এমবাপ্পের করোনা ভাইরাসে আক্রান্ত হবার বিষয়টি জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর অনেকে বিরতিতে গেলেও আন্তর্জাতিক সূচি থাকায় এমবাপ্পে যোগ দিয়েছিলেন ফ্রান্স দলের সাথে। উয়েফা ন্যাশনস লীগের খেলার আগে প্রত্যেক খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক ছিলো। তখন করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন এমবাপ্পে। আর যার জন্য সুইডেনের বিপক্ষে খেলতে পেরেছিলেন।
তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার আগে দুঃসংবাদ শুনতে হলো কিলিয়ান এমবাপ্পেকে। তিনি ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে তো পারবেনই না এমনকি আগামী বৃহস্পতিবার লীগ ওয়ানের প্রথম ম্যাচ মিস করবেন এমবাপ্পে।
করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর এখন এমবাপ্পে আইসোলেশনে থাকবেন। দুই সপ্তাহ আইসোলেশন মানার পর দুইবার করোনা নেগেটিভ এলেই চলতি মাসের শেষ দিকে মাঠে ফিরতে পারবেন এমবাপ্পে।