অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিণ ম্যাচ টেস্ট সিরিজের আগে গতকাল বাংলাদেশ দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিলো। এমনকি জানানো হয়েছিলো শ্রীলঙ্কা সফরের আগে দলের সাথে যোগ দেয়ার আগে আরো দুইবার করোনা পরীক্ষা করা হবে। আজ সেই ফলাফল জানানো হয়েছে।
আর গতকালকের করা করোনা পরীক্ষার ফলাফল থেকে জানা গিয়েছে যে বাংলাদেশ দলের দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন একজন ক্রিকেটার ও একজন সাপোর্টিং স্টাফ।
পরবর্তীতে জানা গিয়েছে যে ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার সাইফ হাসান। এছাড়া আরো একজন যে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে তার সম্বন্ধে জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে যে, তিনি বাংলাদেশ দলের ট্রেইনার হতে পারেন।
এখন করোনা ভাইরাসে আক্রান্ত হবার জন্য সাইফকে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে। এছাড়া হয়তো আসন্ন শ্রীলঙ্কা সফরের দলে দেখা নাও যেতে পারে সাইফকে।