শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide1 / বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন-বাদল-মানিকসহ সবাই

বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন-বাদল-মানিকসহ সবাই

গাজী নাসিফুল হাসান: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে ) এর নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন মোট ৪৯ জন। যে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সবাই আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) ছিলো মনোনয়নপত্র জমার দিন। সবার প্রথমেই মনোনয়নপত্র জমা দেন বাফুফে নির্বাচনের এককভাবে সহ-সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেয়া তাবিথ আউয়াল। এরপর বিকাল ৫টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ কেউ নিজে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন আর কেউ কেউ প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের ২১ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন এই প্যানেলের প্রধান সমন্বয়কারী জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। শফিকুল ইসলাম মানিক নিজেই তার সভাপতি পদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেক সভাপতি প্রার্থী সাবেক ফুটবলার বাদল রায়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীয়তপুরের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল।

যারা যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই করা হবে ১১ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে। বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র প্রত্যাহার করা। ১২ই সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। আর বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ে।

কাজী সালাউদ্দিনের প্যানেলের বাইরে যারা বিভিন্ন পদে রয়েছেন তারা কি এক হয়ে লড়বেন নাকি বিচ্ছিন্নভাবে সেটি জানা যাবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করার পর।

নিজের প্যানেলের সকল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কাজী সালাউদ্দিন বলেছেন, ” আমরা সব মিলিয়ে ২১টি পদে প্রার্থী দিয়েছি। আমার সঙ্গে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন আবদুস সালাম মুর্শেদী, আছেন আরো চারজন সহ-সভাপতি ও ১৫ জন সদস্য।”

বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী কাজী সালাউদ্দিন এমন প্রশ্নে তিনি বলেন, ” এখন পর্যন্ত অফিশিয়ালি কারা কারা চূড়ান্তভাবে নির্বাচন করবেন তা জানি না। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করার পর আমরা যখন নির্বাচনি ইশতেহার ঘোষণা করবো তখন এ প্রশ্নের উত্তর দিবো এখন দিলে সেটি হবে আগেভাগে মন্তব্য করা।

চলুন এক নজরে দেখে নেয়া যাক কারা কারা বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন:

সভাপতি : কাজী মো. সালাউদ্দিন, বাদল রায় ও সফিকুল ইসলাম মানিক।

সিনিয়র সহ-সভাপতি : আবদুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম।

সহ-সভাপতি : কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক, তাবিথ আউয়াল, মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।

সদস্য : হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ, নুরুল ইসলাম নুরু, আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী মো. রফিক, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী মুকুল, আমের খান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, জাকির হোসেন বাবুল, মো. রায়হান কবীর, সাইফুর রহমান মনি ও শাকিল মাহমুদ চৌধুরী।

About Md Shahadat Hossain

Check Also

আইসিসির পথে হাটার গুঞ্জন ফিফার

ইকবাল হাসান: আইসিসিকেই অনুসরণ করতে যাচ্ছে ফিফা। অর্থাৎ আইসিসি যেমন ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ প্ টি-২০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।