গাজী নাসিফুল হাসান: কিছুদিন আগে আইপিএলের জন্য ক্যাম্পে যাবার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দীপক চাহার। এরপর থেকেই দল থেকে বিচ্ছিন্ন ছিলেন দীপক চাহার। তবে চেন্নাই শিবিরে সুসংবাদ করোনা ভাইরাস জয় করে আবারো চেন্নাই সুপার কিংসের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন এই পেসার।
দীপক চাহারের করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলো ক্রিকেট বিশ্বে। কেননা আইপিএল এই করোনা ভাইরাসের জন্য অনেক পিছিয়ে যায়। আর এমনিতেই আইপিএল আয়োজন নিয়ে কত জলঘোলা আর দীপক চাহারের করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর রীতিমতো কিছুটা হলেও শঙ্কায় ফেলে দেয় আইপিএলকে।
চেন্নাই সুপার কিংস বরাবরই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে ছিলো উদাসীন। বাকি দলগুলো যেখানে পিপিই, গ্লাভস, ফেস শিল্ড, মাস্ক পরে ভ্রমণ করে। সেখানে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই বিমান বা বিমানবন্দরে চলাফেরা করছিলেন। এর মূল্য দিতে হয়েছিলো তাদের।
দীপক চাহারের করোনা মুক্তি ও তার চেন্নাই সুপার কিংস দলের সাথে যোগ দেবার ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস।