বিজয়র মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২০ এর দ্বিতীয় আসর। বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে গত আসরের মত এবারও অংশ নেবে দেশের বিভিন্ন অংশের ১২ টি একাডেমী দলের অনুর্ধ্ব-১৪ খেলোয়াড়রা।
চলুন এক নজরে দেখে নেয়া যাক যে ১২ টি দল বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ-২০২০ এ খেলার জন্য নির্বাচিত হলো:
১। সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী, সুনামগঞ্জ
২। জালালী ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া
৩। পীরগঞ্জ ফুটবল একাডেমী, রংপুর
৪। হরিয়ান ফুটবল একাডেমী, রাজশাহী
৫। রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমী, ঠাকুরগাঁও
৬। জাফ ফুটবল একাডেমী, ঢাকা
৭। ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমী, সাতক্ষীরা
৮। শ্যামনগর ফুটবল একাডেমী, সাতক্ষীরা
৯। ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমী, ময়মনসিংহ
১০। জিকেএসপি ফুটবল একাডেমী, নারায়ণগঞ্জ
১১। মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমী, টাঙ্গাইল
১২। এফসি ইউনাইটেড ফেনী, ফেনী।
টুর্নামেন্টে অংশগহনের জন্য ১৭টি একাডেমী দল প্রাথমিক নিবন্ধন করে। এর মধ্যে টুর্নামেন্ট কমিটি চারটি দলকে সরাসরি খেলার সুযোগ দেয় এবং লটারীর মাধ্যমে আট দল আসরে খেলার জন্য নির্বাচিত হয়। আজ শনিবার মতিঝিলের একটি হোটেলে টুর্নামেন্টের বাইলজ, গ্রুপিং ও ফিক্সচার চুড়ান্ত হয়।
দল চূড়ান্তের বিষয়ে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ( বিএফএসএফ ) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাদাত হোসেন যুবায়ের নিউজ স্পোর্টসকে জানান, ” আমরা দ্বিতীয়বার মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এখানে ১৭ টি দল প্রাথমিক নিবন্ধন করে। এদের মধ্যে আমরা আজ ১২টি দল নির্বাচন করলাম। ডিসেম্বরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পারি।”