গাজী নাসিফুল হাসান: নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্রেসলেট বিক্রির অর্থ দিয়ে নড়াইলে একটি ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করার ঘোষণা দিয়েছেন। এবার নিলামে উঠতে যাচ্ছে মাশরাফির একটি জার্সি। সেই জার্সির নিলাম থেকে যে অর্থ আসবে সেটি দিয়ে নড়াইলে স্বাস্থ্যসেবার উন্নয়নে ঐ হাসপাতাল নির্মাণে ব্যয় করা হবে।
মাশরাফির এই জার্সি নিলামের পুরো প্রক্রিয়া পরিচালনা করবে ” অ্যাকশন পর অ্যাকশন” নামক সংস্থাই। তবে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি। তবে নিলামটি আগামী বছর হতে পারে এমনি আভাস দিয়েছেন মাশরাফির নিজ হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ” নড়াইল এক্সপ্রেস ” ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
তবে মাশরাফির কোন জার্সি নিলামের তোলা হবে এটা নিয়ে হয়তো অনেকের আগ্রহ। এটি নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে মাশরাফি যে প্রিয় জার্সি নিলামে তুলতে যাচ্ছেন সেটি হচ্ছে ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে যে জার্সি পড়ে খেলেছেন।