সোমবার , মার্চ 27 2023
Home / Slide1 / ফের করোনা পজিটিভ সাইফ হাসান

ফের করোনা পজিটিভ সাইফ হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা করোনা পরীক্ষা করার পর এখন থেকে কোচদের সাথে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। তবে যারা করোনা নেগেটিভ এসেছেন শুধু তারাই অনুশীলন করছেন। শুধুমাত্র টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান ও ট্রেনার নিক লি ছাড়া বাকি সকলেই করোনা পরীক্ষাঢ় উতরে গিয়েছেন। নিকলি সপ্তাহখানেকের মধ্যেই সুস্থ হয়ে করোনা নেগেটিভ হয়ে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংয়ে পুরোপুরিভাবে তদারকি করছেন। তবে দুর্ভাগা হচ্ছেন সাইফ হাসান। দ্বিতীয়বারের করোনা পরীক্ষাতেও পজিটিভ এসেছে সাইফের।

তবে এই খবরে কোনো সমস্যা দেখছেন না বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দেবাশীষ চৌধুরী বলেছেন, ” সাইফ আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শারীরিকভাবে সে কোনো সমস্যার মধ্যে নেই। শুধু দ্বিতীয়বার পজিটিভ আসায় তাকে আইসোলেশনে রেখেছি।”

তিনি আরো বলেন, ” মূলত দুই সপ্তাহের আগে করোনা সংক্রমণ কমে যায় না। মানে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায় না। তা জেনেই সাইফের দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয়েছিলো। সাইফ এখন সুস্থ আছে আশা রাখছি আগামী ১৫ দিনের মধ্যেই সে সম্পূর্ন সুস্থ হয়ে যাবে এবং অনুশীলন করতে পারবেন।”

About Md Shahadat Hossain

Check Also

একই গ্রুপে ভারত-পাকিস্তান

ইকবাল হাসান: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার (১৬ জুলাই) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।