সোমবার , মার্চ 27 2023
Home / Slide1 / আইপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে চেন্নাই

আইপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে চেন্নাই

গাজী নাসিফুল হাসান: অবশেষে আর কিছুক্ষণ পর মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। প্রথম ম্যাচে আজ মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ইঞ্জুরির কারণে চেন্নাই দলে নেই সিপিএল থেকে ইঞ্জুরি নিয়ে আসা ডোয়াইন ব্রাভো। দুই দলের গত আসরের সর্বশেষ চার দেখায় চারবার হেরেছে চেন্নাই সুপার কিংস।

চলুন এবার দেখে নেয়া যাক আজকের ম্যাচের দুই দলের একাদশ:

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশঃ রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইশান কিশান, সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, জাস্প্রেত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

চেন্নাই সুপার কিংস একাদশঃ মুরালি ভিজয়, শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদভ, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, পিয়ুষ চাওলা, লুঙ্গি এনগিডি ও দীপক চাহার।

About Md Shahadat Hossain

Check Also

একই গ্রুপে ভারত-পাকিস্তান

ইকবাল হাসান: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার (১৬ জুলাই) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।