ইকবাল হাসান:
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে নানারকম গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ।
একে তো প্রত্যাবর্তনের সিরিজ, তারওপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই, সবকিছু হিসেব করেই এগুচ্ছে বিসিবি। প্রথমদিকে নিয়মের বেড়াজালে আটকে সিরিজটা হবে কিনা সেই সন্দেহ থাকলেও এখন অনেকটা আশাবাদী হওয়া যায় এই সিরিজ নিয়ে। কঠোর কোয়ারেন্টিনের শর্ত থেকে অনেকটা সরে এসেছে শ্রীলঙ্কা বোর্ড। তাই সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য আগামীকাল শুরু হচ্ছে স্কিল ট্রেনিং ক্যাম্প। এজন্য প্রথম দিনেই হোটেলে উঠবেন ডাক পাওয়া ২৭ ক্রিকেটার।
ডাক পাওয়া ২৭ ক্রিকেটেররা হলেন:
মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।