এহসান ফারুকী :
নিজেদের ঘরের মাঠে নিজেদের প্রথম লীগ ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ গোলে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকদের কাছে এমন ফল বড় ধাক্কা দিলেও খোদ ক্লাবের কোচ উলে গুনার সুলশার বলছেন, তাদের যা অবস্থা তাতে এমন ফলই তো প্রাপ্য!
ম্যাচের সপ্তম মিনিটেই ইউনাইটেড এর বিপক্ষে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ক্রিস্টালের হয়ে গোল করেন আন্দ্রোস টাউনসেন্ডের। বিরতির আগ পর্যন্ত খেলায় আর গোল না হলে ও ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রিস্টাল প্যালেস।
বিরতী থেকে ফিরে ম্যাচের ৭৪ মিনিটে ক্রিস্টাল প্যালেসকে যেনো পেনাল্টি উপহার দেয় ম্যানচেস্টার ইউনাইটেড, এবার ক্রিস্টালকে এগিয়ে নেন জাহা। মিনিট ছয়েক পরেই ম্যান ইউ এর অভিষেক ম্যাচেই গোল করেন ডাচ খেলোয়াড় ফন ডি বিক৷ ম্যানইউকে খেলায় সমতায় ফেরালে ও কিছুক্ষণ পরই ম্যানইউ এর বিপক্ষে নিজের জোড়া গোল এবং ক্রিস্টাল প্যালেস এর হয়ে তিন নাম্বার গোল করে ওল্ড ট্রাফোর্ড থেকে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেস।