শুক্রবার , মার্চ 31 2023
Home / Slide1 / বিশ্বের সেরা খেলোয়াড় মেসি আমাদের ঘরেই থাকা উচিত – বার্সা সভাপতি

বিশ্বের সেরা খেলোয়াড় মেসি আমাদের ঘরেই থাকা উচিত – বার্সা সভাপতি

এহসান ফারুকী

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এর কাছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচের পরই গুঞ্জন উঠেছিলো মেসি ছাড়ছে বার্সা। যদি ও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বার্সাতেই আছেন মেসি৷ তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) জুয়ান গাম্পার ট্রফি জয়ের পর কাতালান টেলিভিশন টিভি-৩’কে এক সাক্ষাৎকারে বার্তেমেউ জানান তিনি পদত্যাগ করবেন না। বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বোর্ডের কেউই পদত্যাগ করার কথা ভাবছে না।’

বার্তেমেউ আর ও জানিয়েছেন, ‘আমাদের বোর্ড এভাবেই কাজ করে যাবে। আমাদের লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল তৈরি করা।’

মেসির দল ছাড়া ব্যাপার নিয়ে বেশ সামলানোর স্বীকার সমালোচিত হয়েছেন বার্তোমেউ। কিন্তু এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। এখন শান্তি স্থাপন করতে চান বার্তেমেউ, ‘আমি তার সঙ্গে বিরোধে যেতে চাই না। সে দলের নেতা। তাকে কোনোভাবেই ছাড়তে পারি না। সে বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড় এবং দলেরও প্রয়োজন তাকে। মেসি থাকা মানেই তো সাফল্যের নিশ্চয়তা। আমরা ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময় থেকে সরে এসেছি। মেসিকে ধরে রাখতে পারায় আমাদের নিজেদেরই নিজেদের অভিনন্দন জানানো উচিত। বিশ্বের সেরা খেলোয়াড়ের আমাদের ঘরেই থাকা উচিত।’ বার্তোমেউ সোজাসাপ্টাই বলেছেন, আমি মেসির সঙ্গে কোনো বিরোধে জড়াব না।

About Md Shahadat Hossain

Check Also

আইসিসির পথে হাটার গুঞ্জন ফিফার

ইকবাল হাসান: আইসিসিকেই অনুসরণ করতে যাচ্ছে ফিফা। অর্থাৎ আইসিসি যেমন ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ প্ টি-২০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।