ইকবাল হাসান:
রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৫১ ম্যাচ খেলা বেল ফিরে গেলেন তার সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারে।
ক্লাব ছাড়লেও পাচ্ছিলেন না নতুন ক্লাবের সন্ধান। নানা ক্লাবে যোগ দেয়ার গুঞ্জনকে শেষ করে দিয়ে বেল জানিয়ে দিলেন এক মৌসুমের জন্য ধারে খেলতে যাচ্ছেন টটেনহ্যাম হটস্পারে।
মূলত রিয়াল কোচ জিনেদিন জিদানের সঙ্গে দুঃসম্পর্ক, ইনজুরির কারণে অনিয়মিত হওয়ার কারণেই রিয়াল অধ্যায়ে ইতি টানতে হলো ওয়েলশের এই ফরোয়ার্ডকে। দীর্ঘ দিন ইনজুরিতে থাকায় বেলের বিশাল অঙ্কের বেতনের অঙ্কটাও ভুগিয়েছিলো মাদ্রিদিস্তাদের।
২০১৩ সালে ১০১ মিলিয়ন ইউরোর বিনিময়ে
রিয়ালে পাড়ি দিয়ে রোনালদো, বেনজেমার সাথে হয়ে উঠেছিলেন ত্রাস। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল স্পারদের নাম। তবে,বেল ও টটেনহ্যাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানানোর পর পুরো ঘটনাটি নিশ্চিত হওয়া গেলো।
উল্লেখ্য, রিয়াল জার্সিতে ২৫১ ম্যাচে ১০৫ গোল,৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ২টি লা লিগা, ১টি কোপা দেল রে, ৪টি ক্লাব বিশ্বকাপ, ৩টি উয়েফা সুপার কাপ আর একটি সুপারকোপা নিয়ে রিয়াল অধ্যায়ের ইতি টানলেন বেল।