শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide1 / পিরলোর অধীনে শুভ সূচনা করলো জুভেন্টাস

পিরলোর অধীনে শুভ সূচনা করলো জুভেন্টাস

এহসান ফারুকী

জুভেন্টাসের নতুন কোচ ও সাবেক জুভেন্টাস ক্লাব লিজেন্ড পিরলোর অধীনে শুভ সূচনা করলো জুভেন্টাস। ইতালিয়ান সিরি আ’র মিশনে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের হয়ে গোল করেছেন ডিহান কুলুসেভস্কি, লিওনার্দো বনুচ্চি এবং রোনালদো।

লীগ ম্যাচ হিসেবে এটি ছিলো জুভেন্টাস কোচ পিরলোর প্রথম এসাইনমেন্ট। ম্যাচের ১৩ মিনিটেই রোনালদোর বাড়ানো বল থেকে দলকে লিড এনে দেন কুলুসেভস্কি এবং ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতি থেকে ফিরেই একের পর এক আক্রমণ ও করে জুভেন্টাস। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে জুভেন্টাসের অল্ড লেডিদের এগিয়ে দেন লিওনার্দো বুনুচ্চি এবং ম্যাচের অন্তিম সময়ে ৮৮ মিনিটে ডি-বক্সের ভিতর থেকে এ মৌসুমে নিজের প্রথম গোল করেন রোনালদো। ৩-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

About Md Shahadat Hossain

Check Also

আইসিসির পথে হাটার গুঞ্জন ফিফার

ইকবাল হাসান: আইসিসিকেই অনুসরণ করতে যাচ্ছে ফিফা। অর্থাৎ আইসিসি যেমন ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ প্ টি-২০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।