ইকবাল হাসান:
অ্যাথলেটিক ক্লাব বিলবাও থেকে আসা কেপা আরিজাবালাগার প্রথম মৌসুম চেলসিতে ভালো কাটলেও পরের মৌসুম থেকে ভুলের পরিমান বেড়েই চলেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগের(২০২০-২১) মৌসুমের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় চেলসি এবং লিভারপুল। সেই ম্যাচে চেলসিকে ২-০ গোলের ব্যবধানে হারায় লিভারপুল। সেই দুই গোলের ভেতর একটি গোল নিজেই সাদিও মানেকে উপহার দিয়েছেন কেপা আরিজাবালাগা। গেলো মৌসুম থেকেই তার ভুলের সংখ্যা বেড়েই চলছে। এত ভুলের পরেও কেপার ওপরই ভরসা রাখছেন চেলসি ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
কেপাকে ২০১৮ সালে বিশ্ব রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভেড়ায় চেলসি। প্রথম মৌসুমের পর থেকেই নিজেকে হারিয়ে ফেলেন কেপা। একের পর এক ভুলে দলকে ঠেলে দিয়েছেন বিপদের পথে। চেলসিতে নিজের তৃতীয় মৌসুমে এসেও ভুলের বৃত্ত ভাঙতে পারেন নি কেপা।
সতীর্থকে বল পাস করতে গিয়ে ডি বক্সের ঠিক সামনে দাঁড়িয়ে থাকা সাদিও মানেকে বল দিয়ে লিভারপুলকেই এগিয়ে নেন চেলসির এই গোল কিপার। এমন ভুলে ম্যাচ হাতছাড়া হওয়ার পরও কেপার পক্ষে চেলসি ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
ল্যাম্পার্ড কেপার ভুলকে স্বীকার করে বলেন বলেন, ‘এটা একটি বড় ভুল যেটা আমাদের ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে। এই ভুলটা না হলে আমরা তখনও ম্যাচে থাকতাম আর হয়ত পরের পেনাল্টিটাও গোল হতে পারত।’
কেপার এমন ভুলের পর ল্যাম্পার্ড বলেন, ‘এমন ছোট ছোট ভুলই ম্যাচ থেকে একটি দলকে ছিটকে দেয়। তবে এটা ধরে বসে থাকলে চলবে না। কেপাক আরও কঠোর অনুশীলন করতে হবে। আমাদের সকলের কাছ থেকে সে সমর্থন পাবে। এটা পরিষ্কার যে সে তার আত্মবিশ্বাস হারিয়েছে তবে আমরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছি।’
শুধু লিভারপুলের বিপক্ষের গোলই নয়, মৌসুমের প্রথম ম্যাচে ব্রাইটনের বিপক্ষে হজম করা একমাত্র গোলেও অনেকে দোষ দেখছেন কেপার।
ল্যাম্পার্ড আরো বলেন, ‘কেপাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, ফুটবলে আসলে কেউ ইচ্ছা করে ভুল করে না। নিজেকে শক্ত করতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে যাতে করে আরও শক্তিশালী হয়ে ফেরা যায়।’