ইকবাল হাসান:
টেনিসে এককভাবে সর্বোচ্চ ৩৫টি শিরোপা নিয়ে শীর্ষ থাকা রাফায়েল নাদালকে সরিয়ে শীর্ষে এখন জকোভিচ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রোম ওপেনের ফাইনালে ডিয়েগো সোয়ার্টজম্যানকে হারিয়ে ৩৬তম শিরোপা ঘরে তোলেন জকোভিচ। গত এক মাস ৩৫ টি শিরোপা নিয়ে নাদালের সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন জকোভিচ।
ইতিহাসের পাতায় রেকর্ড দিয়ে নাম লিখলেও পত্রিকার পাতায় শিরোনাম হয়েছেন নানারকম অসদাচরণের জন্য। সুযোগ ছিল ইউএস ওপেন জিতে নাদালকে টপকে যাওয়ার। তবে, বল দিয়ে লাইনম্যানকে আঘাত করে টুর্নামেন্ট থেকে বহিষ্কার হওয়ায় সে সুযোগ হাতছাড়া হয় জকোভিচের। এবার সেই আক্ষেপ মেটালেন জকো। রোম ওপেনের ফাইনালে সোয়ার্টজম্যানকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে ইতিহাস গড়েন জকোভিচ।
তবে এর আগেও কোর্টে মেজাজ হারিয়ে ‘অশ্লীল’ কথা বলার জন্য, কোর্টে আছাড় দিয়ে র্যাকেট ভাঙার জন্য তাকে সতর্ক করে রোম ওপেন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সব মিলে এটি জোকোভিচের ক্যারিয়ারের ৮১তম এবং এই বছরে চতুর্থ শিরোপা।