গাজী নাসিফুল হাসান: বিগত পাঁচ বছরে বাংলাদেশে বেশ কয়েকটি ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে। তবে তার ট্রফি বুঝে পায়নি ক্লাবগুলো। সেই ট্রফিগুলো জমে পড়েছিলো বাফুফের অধীনে। অবশেষে গতকাল সেই জমে থাকা ট্রফি গুলো ক্লাবগুলোর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গতকাল সোমবার ( ২১ সেপ্টেম্বর) মতিঝিলে বাফুফে ভবনে বেশ ঘটা করে আয়োজন করে বাফুফে। সেই আয়োজনেই ক্লাবগুলোর মাঝে বিতরণ করা হয় এসব পুরষ্কার।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক জনাব আবু নাইম সোহাগসহ ফেডারেশনের কর্মকর্তারা।
চলুন এবার দেখে নেয়া যাক যে যে ট্রফিগুলো বিতরণ করা হয়েছে তার তালিকা:
১. বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৪-১৫ রানার্স আপ: শেখ রাসেল ক্রীড়া চক্র
২. মিনিষ্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০১৪-১৫ রানার্স আপ আরামবাগ ক্রীড়া সংঘ
৩. জেএফসি ফ্যান তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৫ চ্যাম্পিয়ন দিলকুশা স্পোর্টিং ক্লাব
৪. জেএফসি ফ্যান তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৫ রানার্স আপ- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি )
৫. জেএফসি ফ্যান তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৫ তৃতীয় স্থান অধিকারী- খিলগাঁও ফুটবল একাডেমি
৬. জেএফসি ফ্যান তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৫ চতুর্থ স্থান অধিকারী- গৌরিপুর স্পোর্টিং ক্লাব।
৭. সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০১৭ রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব
৮. সাইফ পাওয়ার টেক সিনিয়র ডিভিশন ফুটবল লিগ-২০১৭ চ্যাম্পিয়ন স্বাধীনতা ক্রীড়া সংঘ
৯. সাইফ পাওয়ার টেক সিনিয়র ডিভিশন ফুটবল লিগ-২০১৭ রানার্স আপ ওয়ারী ক্লাব
১০. সাইফ পাওয়ার টেক দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০১৭ চ্যাম্পিয়ন নবাবপুর ক্রীড়া চক্র
১১. সাইফ পাওয়ার টেক দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০১৭ রানার্স আপ কসাই টুলী সমাজ কল্যাণ পরিষদ
১২. সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৮ চ্যাম্পিয়ন আরামবাগ ফুটবল একাডেমি
১৩. সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৮ রানার্স আপ কদমতলা সংসদ
১৪. সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৮ তৃতীয় স্থান অধিকারী সিদ্দিকী বাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব
১৫. সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৮ চতুর্থ স্থান অধিকারী সাইফ এসসি লিঃ যুব দল
১৬. সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগ-২০১৮ পঞ্চম স্থান অধিকারী যাত্রাবাড়ী ঝটিকা সংসদ
১৭. টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ রানার্স আপ ঢাকা আবাহনী লিঃ
১৮. টিভিএস বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ-২০১৮-১৯ রানার্স আপ উত্তর বারিধারা ক্লাব
১৯. দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০১৮-১৯ চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদা
২০. দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০১৮-১৯ রানার্স আপ ইস্ট এন্ড ক্লাব
২১. দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০১৮-১৯ তৃতীয় স্থান অধিকারী দিলকুশা স্পোর্টিং ক্লাব
২২. টিভিএস সিনিয়র বিভিন্ন ফুটবল লিগ ২০১৮-১৯ চ্যাম্পিয়ন কাওরান বাজার প্রগতি সংঘ
২৩. টিভিএস সিনিয়র বিভিন্ন ফুটবল লিগ ২০১৮-১৯ রানার্স আপ ঢাকা ওয়ান্ডার্স ক্লাব