গাজী নাসিফুল হাসান: ‘নতুন প্রতিভার অন্বেষণে’ এই স্লোগানকে নিয়ে বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে বিজয়ের মাস ডিসেম্বরের ১ম সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবলের অন্যতম সেরা আয়োজন “বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী ২০২০” এর ২য় আয়োজন। উক্ত টূর্নামেন্টের ঢাকা জেলা হতে অংশগ্রহণকারী দল জাফ ফুটবল একাডেমী এর খেলোয়াড়দের মেডিকেল ও বয়স যাচাই-বাছাই কার্যক্রম আজ সম্পন্ন করা হয়েছে। উক্ত কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় একাডেমির নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ডে।
উক্ত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ -২০২০ দ্বিতীয় আসর উপলক্ষে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ( বিএফএসএফ ) এর প্রতিনিধি দল প্রতিনিয়ত অংশ নিতে যাওয়া দলগুলোর ক্লাবে গিয়ে যে খেলোয়াড়রা অংশ নিবে তাদের বয়স যাচাই বাছাই করছে এবং মেডিকেল ফিটনেস যাচাই করছে। তারই ধারাবাহিকতায় আজ বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ-২০২০ এ ঢাকা জেলা হতে অংশগ্রহণকারী দল জাফ ফুটবল একাডেমীর সকল কিছু যাচাই বাছাই করে।
তাদের এ যাচাই বাছাই কার্যক্রম নিয়ে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাদাত হোসেন যুবায়ের নিউজ স্পোর্টস বিডিকে বলেছেন, ” যেসকল দল এবারের একাডেমী কাপে অংশ নিচ্ছে আমরা তাদের ক্লাবে যাচ্ছি এবং তাদের যেসকল খেলোয়াড়েরা অংশ নিবে তাদের বয়স ও মেডিকেল ফিটনেস যাচাই বাছাই করে নিচ্ছি। যেন কেউ এই একাডেমি কাপকে প্রশ্নবিদ্ধ করতে না পেরে তাই আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি।”