মঙ্গলবার , মার্চ 28 2023
Home / Slide1 / চেন্নাইয়ের ম্যাচে ধোনির উপর বাড়তি নজর

চেন্নাইয়ের ম্যাচে ধোনির উপর বাড়তি নজর

ইকবাল হাসান:

চলতি আইপিএলে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জয় এক ও পরাজয় সমান সমান। নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে খেলতে নামবে ধোনির দল।

বাংলাদেশ সময় আজ(২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় ম্যাচ শুরু হবে। প্রথম দুই ম্যাচের পারফরমান্সে অনেকটাই সমালোচিত ধোনি। তাই, আজ বিশেষ নজর থাকবে ধোনির প্রতি।

তাছাড়া, বেশি ছয় মারার আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ধোনি। আর মাত্র ২টি ছক্কা হাঁকাতে পারলেই রোহিত শর্মা, সুরেশ রায়নার পর তৃতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে তিনশ ছক্কা হাঁকানোর মাইলফলক ছুঁবেন তিনি।

ব্যক্তিগত সমালোচনা থাকলেও দল হিসেবে ছন্দেই আছে চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে না পারলেও ২০০ রান তুলেছে। এছাড়া, দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসি প্রথম থেকেই ভালো করে আসছে। বোলিংয়ে চেন্নাইয়ের স্পিনারদের সঙ্গে ফর্মে আছেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডিও।

অন্য দিকে, কিংস ইলেভেন পাঞ্জাবকে সুপার ওভারে হারিয়ে দিল্লিও ভালো অবস্থানে আছে। কাগিসো রাবাদা প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সাথে অজি অলরাউন্ডার মার্কাস স্টায়নিস দারুণ ফর্মে আছেন।

দু’দলের সম্ভাব্য একাদশ:
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, স্যাম কুরান, কেদার জাদব, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), দ্বীপক চাহার, শার্দুল ঠাকুর, পিয়ুস চাওলা ও লুঙ্গি এনগিডি।

দিল্লি ক্যাপিটাল: পৃথ্বী শ, শেখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), ঋষভ পন্ট (উইকেটরক্ষক), মার্কাস স্টায়নিস, অক্ষর প্যাটেল, আমিত মিশ্র, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও মোহিত শর্মা।

About Md Shahadat Hossain

Check Also

একই গ্রুপে ভারত-পাকিস্তান

ইকবাল হাসান: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার (১৬ জুলাই) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।