ইকবাল হাসান:
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজে তিন টেস্ট খেলার কথা থাকলেও দুই টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
এই সিরিজটি অক্টোবরে হওয়ার কথা থাকলেও সিরিজ চলে যাচ্ছে নভেম্বরে। ফলে, পিছাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়ার দিনও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ সূত্র থেকে এমনটি নিশ্চিত হওয়া গেছে। তবে বিষয়গুলো নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন এখনো নিশ্চিত করে কিছু বলেন নি। তিনি এই ব্যাপারে বলেন, ‘এ মুহূর্তে কোনো কিছু চূড়ান্ত নয়। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব।’
কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজে। শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এসএলসিও এ প্রস্তাব পাঠায় বিসিবিকে। কিন্তু গত ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার দেওয়া কঠোর কোয়ারেন্টাইন শর্ত প্রায় পুরোটা ছিলো বাংলাদেশের প্রতিকূলে। এরপর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কায় যাওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে। তখন এসএলসি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, সেনাবাহিনী ও কোভিড টাস্কফোর্সের সঙ্গে কয়েক দফা বৈঠক করে। তবে সেসব আলোচনায় ফল না পাওয়ায় টেস্ট সংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাওয়ার কথা থাকলেও জানা গেছে, ২ অক্টোবর বিমানে চড়বেন ক্রিকেটাররা। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে শুরু হবে দুই সপ্তাহের প্রস্তুতি। তারপর, দুইটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সূচি হয়েছে। এরমধ্যে একটি খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে টেস্ট।
কোয়ারেন্টাইন জটিলতায় শ্রীলঙ্কায় বাংলাদেশ সফর ছাড়াও পিছিয়েছে শ্রীলঙ্কার ছয় দলের টুর্নামেন্ট। তবে, ছয় দলের টুর্নামেন্ট বাতিল হওয়ার পিছনে কোয়ারেন্টাইন জটিলতা ছাড়াও রয়েছে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত না হওয়াও। ফলে, বাংলাদেশকে নিশ্চিন্তে নভেম্বরে আতিথেয়তা দিতে পারে শ্রীলঙ্কা।
এসব জল্পনা-কল্পনা অবসান হবে আগামী সপ্তাহে। কারন, আগামী সপ্তাহেই দুই বোর্ড আনুষ্ঠানিক ঘোষণা দিবে সবকিছুর। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আইসোলেশন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। শুক্রবার করোনা পরীক্ষা করানোর কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়েছে।