‘নতুন প্রতিভার অন্বেষণে’ এই স্লোগানকে নিয়ে বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে বিজয়ের মাস ডিসেম্বরের ১ম সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবলের অন্যতম সেরা আয়োজন “বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী ২০২০” এর ২য় আয়োজন। উক্ত টূর্নামেন্টের রংপুর জেলা হতে অংশগ্রহণকারী দল পীরগঞ্জ ফুটবল একাডেমী এর খেলোয়াড়দের মেডিকেল ও বয়স যাচাই-বাছাই কার্যক্রম আজ সম্পন্ন করা হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ফুটবল একাডেমী’র প্রাকটিস গ্রাউন্ডে।
বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপ- ২০২০ দ্বিতীয় আসর। আর উক্ত আসরকে সামনে রেখেই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিনিধি দল যারা যারা অংশ নেবে তাদের যাচাই বাছাই করছে। যেন কেউ বয়স লুকিয়ে অংশ নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে সাপোর্টার্স ফোরাম।
আজকের এই যাচাই বাছাই কার্যক্রমে যাবার পর বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।