ইকবাল হাসান:
১৩ তম আইপিএলে সব দল জয় পেলেও জয় পায় নি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
যদিও দল দুটি খেলেছে একটি করে ম্যাচ। প্রথম জয়ের খোঁজে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে কলকাতা-হায়দ্রাবাদ।
প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে কলকাতা। মুম্বাইয়ের কাপ্তান রোহিত শর্মার ব্যাটিংয়ের উপর ভর দিয়ে মুম্বাই ভালো সংগ্রহ পেয়েছিলো কলকাতা। তারপর কলকাতা ব্যাটিংয়ে নেমেও সেরকম সুবিধা করতে পারে নি। সুনীল-গিলের ওপেনিং জুটি রান করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঝড় তুলতে পারেননি আন্দ্রে রাসেল, মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি কেউই। এসব মিলিয়েই মুম্বাইয়ের বিপক্ষে হেরেছে কলকাতা। তাই, হায়দ্রাবাদকে হারাতে হলে এসব জায়গায় উন্নতি করতে হবে কলকাতাকে।
হায়দ্রাবাদ প্রথম ম্যাচ হেরেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ডি ভিলিয়ার্স ঝড় স্বত্বেও ১৬৩’তে বেঙ্গালুরুকে বেঁধে ফেলেছিলো হায়দ্রাবাদ। কিন্তু ব্যাটিংয়ে জনি বেয়ারস্টো ছাড়া আর কেউ ভালো করতে না পারায় জয়ের স্বাদ পাওয়া হয় নি হায়দ্রাবাদের।
দু’দলের সম্ভাব্য একাদশ:
কলকাতা নাইট রাইডার্স: সুনিল নারিন, শুভমান গিল, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), নিতিশ রানা, ইয়ান মর্গান, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাথি, প্যাট কামিন্স, কুলদ্বীপ যাদব, শিভাম মাভি ও সন্দ্বীপ ওয়ারিয়র।
সানরাইজার্স হায়দ্রাবাদ: জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানিশ পান্ডে, প্রিয়াম গার্গ, কেন উইলিয়ামসন/মোহাম্মদ নবি, বিজয় শঙ্কর, অভিশেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা ও খলিল আহমেদ।