ইকবাল হাসান:
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিতে সাকিবকে লাগছে পুরোদমে একজন বেপারী।
না, সাকিব আল হাসান ক্রিকেট ছেড়ে মুদি দোকানের ব্যবসায় যোগ দেন নি। তিনি শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ঘাম ঝড়াচ্ছেন।
সেই ছবিতে দেখা যাচ্ছে কয়েক পদের চাল, ডাল, বাদাম, ভুট্টা সাজিয়ে রাখা। অন্য এক টুলের বাক্সে খাতা-কলম নিয়ে হিসেবে বসা সাকিব এক পাশে তাকিয়ে মন খুলে আসছেন। খানিক দুরে চাল-ডালের বস্তা সাজানো। বসার জায়গার পাশে পুরনো একটা রেডিও রাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ছবিটি পোস্ট করেছিলেন সাকিব। নানাজন নানা কথা বললেও ছবির ক্যাপশনে শুধু খুশির তিনটি ইমোজি দেওয়া। তাই এখনই ছবির রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, কোনো বিজ্ঞাপনের কাজ হবে হয়তো। বিজ্ঞাপনের কাজ হিসেবে এমন ছবি অতীতেও পোস্ট করেছিলেন সাকিব।
ভক্তরাও এই আন্দাজটি করছেন, হয়তো বিজ্ঞাপনের কাজের একটা অংশই শেয়ার দিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।