গাজী নাসিফুল হাসান: ‘নতুন প্রতিভার অন্বেষণে’ এই স্লোগানকে নিয়ে বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে বিজয়ের মাস ডিসেম্বরের ১ম সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবলের অন্যতম সেরা আয়োজন “বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী ২০২০” এর ২য় আয়োজন। উক্ত টূর্নামেন্টের সুনামগঞ্জ জেলা হতে অংশগ্রহণকারী দল সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী এর খেলোয়াড়দের মেডিকেল ও বয়স যাচাই-বাছাই কার্যক্রম আজ সম্পন্ন করা হয়েছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে।
বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপ- ২০২০ এর দ্বিতীয় আসর উপলক্ষে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিনিধি দল যারা যারা অংশ নেবে তাদের সকলের বয়স ও মেডিকেল ফিটনেস যাচাই বাছাই সম্পন্ন করছে। আজ সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা হতে অংশ নিতে যাওয়া সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী’র বয়স ও মেডিকেল ফিটনেস যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে।
সুনামগজ জুনিয়র ফুটবল একাডেমীর বয়স ও মেডিকেল ফিটনেস যাচাই বাছাই কাজের জন্য যাবার পর সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী’র পক্ষ হতে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের ৬ জনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দেয়া হয়েছে। সেই ৬ জন হলেন:
১। মোঃ শাহাদাত হোসেন
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম
২। মোঃ মনিরুজ্জামান মনির
অর্থ সম্পাদক
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, কেন্দ্রীয় কমিটি
৩। মোঃ আতিকুর রহমান মুন্না
সমাজকল্যাণ সম্পাদক
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কেন্দ্রীয় কমিটি
৪। মোঃ শিশির আহমেদ রনি
সভাপতি, ঢাকা বিভাগ
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম
৫। মোঃ আলম,
সদস্য, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম
৬। মোঃ মাসুম
সদস্য, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম