গাজী নাসিফুল হাসান: ‘নতুন প্রতিভার অন্বেষণে’ এই স্লোগানকে নিয়ে বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে বিজয়ের মাস ডিসেম্বরের ১ম সপ্তাহে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবলের অন্যতম সেরা আয়োজন “বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী ২০২০” এর ২য় আয়োজন। উক্ত টূর্নামেন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে অংশগ্রহণকারী দল জালালী ফুটবল একাডেমী এর খেলোয়াড়দের মেডিকেল ও বয়স যাচাই-বাছাই কার্যক্রম আজ সম্পন্ন করা হয়েছে সুলতানপুর ইউনিয়ন অফিসে।
বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ্ব-১৪ একাডেমী কাপ-২০২০ এর দ্বিতীয় আসর উপলক্ষে অংশ নিতে যাওয়া ১২টি দলের বয়স ও মেডিকেল ফিটনেস যাচাই বাছাই করছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিনিধি দল। আজ সেই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে অংশগ্রহণকারী দল জালালী ফুটবল একাডেমীর বয়স ও মেডিকেল ফিটনেস যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।