গাজী নাসিফুল হাসান: অবশেষে পাকাপাকিভাবে সুরেশ রায়নার সাথে সম্পর্কের অবসান ঘটালো তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আলোচিত এই তারকা ব্যাটসম্যানের নাম নিজেদের ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে আইপিএলের অন্যতম জনপ্রিয় দলটি।
আইপিএল শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সুরেশ রায়না। তবে ধোনির সাথে আইপিএল খেলার জন্য আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন কিন্তু পারিবারিক সমস্যার জন্য হুট করেই দলছুট হয়ে গিয়েছিলেন রায়না। আর রায়নার এই দলছুট হওয়াটা ভালোভাবে নেয়নি চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
তবে হঠাৎ গুঞ্জন শুরু হয় যে আবারো রায়না চেন্নাই সুপার কিংসের দুঃসময়ে ফিরতে চান। তবে রায়ানার এই গুঞ্জনটি পছন্দ হয়নি চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজির। তাই তো প্রথমে রায়নাকে দলে নেবার গুঞ্জন উড়িয়ে দেন এবং পরবর্তীতে তার নাম চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে।
তবে রায়নাকে ছাড়া চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন আপ বেশ ধুঁকছে। যদি রায়না যোগ দিত চেন্নাই সুপার কিংসের সাথে তবে কিছুটা হলেও ভালো হতো।