ইকবাল হাসান:
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২০-২১ ক্রিকেটীয় মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।
সেই তালিকায় তিন ফরম্যাটের জন্য চুক্তিতে ডাক পেয়েছেন মাত্র ৫ ক্রিকেটার। এছাড়া লাল বল এবং সাদা বল তথা ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা চুক্তির ঘোষণা দেয়া হয়েছে।
জোফরা আর্চার, জস বাটলার, জো রুট, বেন স্টোকস এবং ক্রিস ওকস হলেন তিন ফরম্যাটে ডাক পাওয়া ক্রিকেটার। গত বছরের এই চুক্তিতে জনি বেয়ারস্টো থাকলেও, এবার টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে তাকে। এছাড়া, তিন ফরম্যাটের চুক্তি পাননি জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরাও।
চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা পেলেও, তাদের বেতন গ্রেড নিশ্চিত করতে পারেন নি ইসিবি। সেপ্টেম্বরে ২০ শতাংশ কর্মী ছাঁটাই করে দেয়ার ঘোষণাও দেয় ইসিবি। এছাড়া, অন্যান্য দায়িত্বে থাকা সবার পারিশ্রমিকেও আসবে কর্তনের ধাক্কা।
এদিকে কেন্দ্রীয় চুক্তিতে দুইটি বিশেষ ক্যাটাগরি রেখেছে ইসিবি। একটি হলো ইনক্রিমেন্ট চুক্তি, আরেকটি পেস বোলিং ক্যাটাগরি চুক্তি। ডম বেস, ক্রিস জর্ডান, জ্যাক লিচ এবং ডেভিড মালান হলো ইনক্রিমেন্ট চুক্তির চার ক্রিকেটার। এছাড়া, পেস বোলিং চুক্তিতে আছেন তিন ফাস্ট বোলার সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন এবং অলি স্টোনকে।
২০২০-২১ মৌসুমে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি:
তিন ফরম্যাটের চুক্তি: জোফরা আর্চার, জস বাটলার, জো রুট, বেন স্টোকস এবং ক্রিস ওকস।
লাল বলের চুক্তি: জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রাওলি, স্যাম কুরান, অলি পোপ এবং ডম সিবলি।
সাদা বলের চুক্তি: মইন আলি, জনি বেয়ারস্টো, টম কুরান, ইয়ন মরগ্যান, আদিল রশিদ, জেসন রয় এবং মার্ক উড।
ইনক্রিমেন্ট চুক্তি: ডম বেস, ক্রিস জর্ডান, জ্যাক লিচ এবং ডেভিড মালান।
পেস বোলিং চুক্তি: সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন এবং অলি স্টোন।