গাজী নাসিফুল হাসান: আজ দুপুর আড়াইটার সময় মিরপুরের হোম অফ ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে গোল হয়ে ফুটবল খেলছিলেন তামিম, মুশফিক, তাইজুল, লিটন, মমিনুল, সৌম্য, মিরাজ, মোস্তাফিজহ তাসকিন এবং রুবেল। তবে প্র্যাকটিসের মাঝপথেই হঠাৎ শহীদ জুয়েল স্ট্যান্ডের দোতালায় থাক সাংবাদিক ও ক্যামেরাম্যানদের হাত নেড়ে আস্তে বললেন।
মাঠে উপস্থিত সাংবাদিক ও ক্যামেরাম্যানদের প্রথমে বুঝতে সমস্যা হয়েছিলো হঠাৎ মুশফিক কেন ক্যামেরাম্যান ও সাংবাদিকদের ডাকলেন।
সাংবাদিক ও ক্যামেরাম্যানরা মাঠে আস্তে আসতেই বিসিবির ফটো সাংবাদিক রতন গোমেজ আসলেন এবং ছবি তোলা শুরু। তাও যেই সেই ছবি নয় গ্রুপ ফটো। কিন্তু স্বাভাবিকভাবে একটু হলেও অবাক হয়েছেন অনেকে কেননা শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না কেউ তাহলে গ্রুপ ফটো কেন?
তবে উত্তর জানতে বেশি অপেক্ষা করতে হয় নি। আসলে আজ মুশফিকুর রহিম তার এম আর ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল ক্রিকেটার, সকল কোচিং স্টাফ এবং সকল মাঠকর্মীদের জন্য বিশেষ মাস্ক উপহার দিয়েছেন। সেই জন্য সকলকে নিয়ে গ্রুপ ছবি তুললেন মুশফিকুর রহিম।