দেশের বাইরে থাকায় এবার ভোট দিতে পারেননি তরফদার রুহুল সাইফের বাবা চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কাউন্সিলর, বাংলাদেশের তৃণমূল ফুটবল উন্নয়নের রূপকার, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। বলা হচ্ছে অভিমান থেকে ভোটদান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তরফদার রুহুল আমিন। গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তরফদার রুহুল সাইফ বলেন, ‘আমরা ফুটবলের সঙ্গেই আছি। ফুটবলের প্রতি আমার বাবার যেমন ভালোবাসা; আমারও তেমন ভালোবাসা। আমার বাবা তো ফুটবলের জন্য অনেক কিছু করেছেন। সামনে আরো করবে।’
বাফুফে নির্বাচনে এবার দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দীন নেতৃত্বাধীন সম্মিলত পরিষদ এবং আসলাম-মহিদের সমন্বয় পরিষদ। এর বাইরে স্বতন্ত্র অনেকে ভোটে লড়ছেন। ভোটে জিতে যারাই ক্ষমতায় আসুক তাদের প্রতি রুহুল সাইফের চাওয়া তারা যেন দেশের জন্য কাজ করেন। দেশের ফুটবলের উন্নতির জন্য কাজ করেন। এ ব্যাপারে রুহুল সাইফ আরো বলেন, ‘ফুটবলটা তো আমরা অনেক দিন ধরেই দেখে আসছি। আমার একটাই চাওয়া ফুটবলের মাধ্যমে অন্য দেশের কাছে আমরা যেন আমাদের দেশটাকে হাইলাইট করতে পারি। ফুটবলটা যেন আরো ওপরের (উন্নতির) দিকে ওঠে আসে। এটাই আমার কামনা।’
বেঁচে গেল ফুটবল।
ফুটবল ভাগ্যবান। তরফদার মোঃ রুহুল আমিন সেই মানুষ যে কোনদিন ফুটবলে লাথি মারে নাই। শুধু মাত্র টাকার জোরে বল
বিশেষজ্ঞ হতে চায়।
ভাল করেছেন ভোট না দিয়ে।
নীজ ব্যবসার উন্নয়ন করুন । Good management team বানান।
যাতে করে company বা organisation ভারতের TATA মত হতে পারেন ।
পরে নীজ নামে খেলা প্রবর্তন করেন।