গাজী নাসিফুল হাসান: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ এক জমজমাট দিন বলাই যায়। কেননা আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচন। আজ দুপুর ২টা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। ইতিমধ্যেই সকাল ১১টায় এজিএম হয়েছে।
দুপুর ২ট থেকে শুরু হয়ে নির্বাচন শেষ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১৩৯ জন ভোটারের ভোটেই নির্বাচিত হবে বাফুফের পরবর্তী কান্ডারিরা। ১৩৯ জন ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ৬৪টি ভোট জেলার, দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ ভোট ক্লাবের। বিভাগের রয়েছে ৮টি ভোট, বিশ্ববিদ্যালয়ের ৬টি, একটি করে কোচেস এসোসিয়েশন, রেফারিজ এসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থার।
মোট ২১টি পদের বিপরীতে লড়বেন ৪৭ জন। সভাপতি পদের জন্য ৩ জন, সিনিয়র সহ-সভাপতি পদের জন্য জন, চারটি সহ-সভাপতি পদের জন্য ৮ জন, ১৫টি সদস্য পদের জন্য লড়বেন ৩৪ জন।