মোঃ শাহাদাত হোসেন
সভাপতি পদে কারা কত ভোট পেলেন; কাজী সালাহউদ্দীন চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত।
সালাহউদ্দীন ৯৪ ভোট,
বাদল রায় ৪০,
শফিকুল ইসলাম মানিক ১ ভোট
সিনিয়র সহ সভাপতি পদে কে কত ভোট পেলেন; আব্দুস সালাম মুর্শেদী নির্বাচিত।
আব্দুস সালাম মুর্শেদী ৯১ ভোট
শেখ মোহাম্মদ আসলাম ৪৪ ভোট
এবার দেখে নিন সহ সভাপতি পদে কে কত ভোট পেলেন
১. ইমরুল হাসান ৮৯ (নির্বাচিত)
২. কাজি নাবিল এমপি ৮১ (নির্বাচিত)
৩. আতাউর রহমান মানিক ৭৫ (নির্বাচিত)
৪. মহিউদ্দিন মহি ৬৫ (পেন্ডিং)
৫. তাবিথ আউয়াল ৬৫ (পেন্ডিং)
৬. শেখ মারুফ ৬১
৭. আমিরুল ইসলাম বাবু ৫৬
৮. আব্দুল্লাহ আল ফুয়াদ ৪৮
বাফুফের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ১৫ সদস্যরা হলেন
জাকির হোসেন (৮৭), আব্দুল ওয়াদুদ পিন্টু (৮৬), বিজন বড়ুয়া (৮৫), আরিফ হোসেন মুন (৮৫), নুরুল ইসলাম নুরু (৮৪), মাহিউদ্দিন আহমেদ সেলিম (৮৪), টিপু সুলতাম (৮১), সত্যজিৎ দাস রুপু (৭৬), মোঃ ইলিয়াস হোসেন (৭৪), ইমতিয়াজ হামিদ সবুজ (৭১), মাহফুজা আক্তার কিরন (৭০), হারুনর রশীদ (৭০), আমের খান (৬৯) মোঃ সাইফুল ইসলাম (৬৯), মহিদুর রহমান মিরাজ (৬৮)।