শনিবার , এপ্রিল 1 2023
Home / Slide1 / ইমরুল হাসানকে শুভেচ্ছা জানালো শেখ রাসেল

ইমরুল হাসানকে শুভেচ্ছা জানালো শেখ রাসেল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন-২০২০ এ বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের অন্যতম পরিচালক ও বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ ইমরুল হাসান কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব ইসমত জামিল আকন্দ (ডাইরেক্টর ইন চার্জ), জনাব আলহাজ্ব সালেহ্ জামান সেলিম (ডাইরেক্টর স্পোর্টস), জনাব আব্দুল লতিফ (ডাইরেক্টর ফাইন্যান্স), জনাব খলিলুর রহমান(পরিচালক), জনাব জাকির হোসেন (পরিচালক), জনাব মোঃ হামিদুল হক শামিম(পরিচালক), জনাব আলহাজ্ব শাহ-আলম(পরিচালক), জনাব মোঃ আব্দুর রহিম (স্থায়ী সদস্য), জনাব আবু বকর খাঁন (স্থায়ী সদস্য), জনাব মহিউদ্দিন আহমেদ মহি (স্থায়ী সদস্য), জনাব মোঃ নূরের নবী ভূঁঞা রাজু (স্থায়ী সদস্য), জনাব মোঃ জাহিদুল ইসলাম টিপু (স্থায়ী সদস্য) এবং জনাব মীর মোঃ শাহাবুদ্দিন টিপু(স্থায়ী সদস্য) সহ প্রমুখ।

About Md Shahadat Hossain

Check Also

আইসিসির পথে হাটার গুঞ্জন ফিফার

ইকবাল হাসান: আইসিসিকেই অনুসরণ করতে যাচ্ছে ফিফা। অর্থাৎ আইসিসি যেমন ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ প্ টি-২০ …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।