সোমবার , মার্চ 27 2023
Home / Slide1 / নির্বাচকমন্ডলীর ভাবনায় নেই মাশরাফি

নির্বাচকমন্ডলীর ভাবনায় নেই মাশরাফি

ইকবাল হাসান:

বিসিবির আয়োজিত তিন দলের ওয়ানডে সিরিজে নির্বাচকমন্ডলীর ভাবনায় নেই সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

১১ অক্টোবর থেকে আয়োজিত যাচ্ছে এই ওয়ানডে সিরিজটি। দুই দিনের দুটো প্রস্তুতি ম্যাচ শেষে ম্যাচ অনুশীলনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজি। ইতোমধ্যে, একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোম ও মঙ্গলবার।

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাজক মিনহাজুল আবেদীন নান্নু মাশরাফির না খেলা প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, ‘সেখানে মাশরাফি খেলবেন না কারণ, করোনাভাইরাসের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি।’

সংবাদমাধ্যমকে তিনি আরো বলেন, ‘এখানে অনেকে অনুশীলন করছে নিয়মিত। টানা দুই মাস প্রায়। মাশরাফি তো অনুশীলনে নেই। খেলবে কেমন করে? ওর খেলা হবে না এখানে।’

তবে তিন দলের এই সিরিজে মাশরাফি খেলতে না পারলেও নভেম্বরে অনুষ্ঠেয় কর্পোরেট টি-টোয়েন্টি লিগ তিনি খেলতে পারবেন। এই প্রসঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সামনে কর্পোরেট টি-টোয়েন্টি যদি হয়, সেটা তো সবার জন্যই উন্মুক্ত থাকবে। ঘরোয়া ক্রিকেটের খেলা আরও হবে। মাশরাফি যদি পারফর্ম করতে পারে, তখন আমরা দেখব।’

উল্লেখ্য, তিন দলের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর, দ্বিতীয়টি ১৩, তৃতীয়টি ১৫, চতুর্থটি ১৭, পঞ্চমটি ১৯ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর।

About Md Shahadat Hossain

Check Also

একই গ্রুপে ভারত-পাকিস্তান

ইকবাল হাসান: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান এক গ্রুপে রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার (১৬ জুলাই) …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।