গাজী নাসিফুল হাসান: ইমরুল হাসান ফুটবল অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত এক নাম। তার অসাধারণ সাংগঠনিক নেতৃত্বে বসুন্ধরা কিংস ফুটবলাঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছে। এবার ইমরুল হাসান বাজিমাত করলেন বাফুফে নির্বাচনেও। প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে অংশ নিয়ে সহ-সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বসুন্ধরা কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসান।
সহ-সভাপতির চারটি পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যার মধ্যে ইমরুল হাসান সহ-সভাপতি পদে সর্বোচ্চ ৮৯টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ইমরুল হাসান এবার প্রথমবার বাফুফে নির্বাচনে অংশ নিয়েছেন। আর প্রথমবারের অংশতেই বাজিমাত করে দেখিয়ে দিয়েছেন ইমরুল হাসান। এখন তার সাংগঠনিক দক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল তা মনে করে ক্রীড়া প্রেমীরা।
ইমরুল হাসান কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি জেলা ফুটবল, তৃণমূল ফুটবল তথা পাইওনিয়ার ফুটবল লীগ এবং ঢাকার ক্লাব গুলোকে নিয়ে গঠিত মহানগরী ফুটবল লীগ কমিটিকে নিয়ে তিনি কাজ করতে চান। পাইপলাইনে ফুটবলার তৈরি করা তার লক্ষ্য।