ইকবাল হাসান:
আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
২ অক্টোবর(শুক্রবার) আফগানিস্তানের জালালাবাদ শহরে মারাত্মক দুর্ঘটনার শিকার হন এই ব্যাটসম্যান। সেই দুর্ঘটনার গেলে এখনো তিনি কোমায় আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী কাবুল বা পার্শ্ববর্তী কোনো দেশে স্থানান্তর করা হতে পারে।
নাজিবের সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে। এক টুইটার বার্তায় তারা জানায়, ’জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারকাই সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে। অপারেশনের পরও সে আশঙ্কাজনক অবস্থায় আছে। আফগান ক্রিকেট বোর্ড তার চিকিৎসার সব ব্যবস্থা নিয়েছে।’
২৯ বছর বয়সী নাজিব তারাকাই আফগানিস্তানের হয়ে ১ ওয়ানডে ও ১২টি টোয়েন্টি খেলেছেন।
উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ২৪ ম্যাচ খেলে সেখানে ৪৭.২০ গড়ে তিনি করেছেন ২০৩০ রান। ৬ সেঞ্চুরির সঙ্গে আছে ১০ হাফ সেঞ্চুরি।