গাজী নাসিফুল হাসান: গত ৪.১০.২০২০ সম্মিলিত পরিষদের সভাপতি ৪র্থ বারের মত নির্বাচিত হওয়ায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ জনাব ইসমত জামিল আকন্দ লাভলুর নেতৃত্বে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সকল সম্মানিত পরিচালক ও স্থায়ী সদস্যবৃন্দ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দীনকে ফুলের শুভেচ্ছা জানান।
কাজী সালাউদ্দিন চলতি বাফুফে নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট, আর শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১টি ভোট।
এবার সম্মিলিত পরিষদ থেকে সব প্যানেলেই প্রার্থী দিতে সমর্থ হন বাফুফে বস কাজী সালাউদ্দিন। আগামী ২০২৪ পর্যন্ত বাফুফের সভাপতির দায়িত্ব চতুর্থবারের মতো সামলাবেন কাজী সালাউদ্দিন।
Congratulations